বাসস বিদেশ-১ : চীনে বিদেশ থেকে আসা নাগরিকদের করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

126

বাসস বিদেশ-১
করোনা-চীন-নতুন আক্রান্ত
চীনে বিদেশ থেকে আসা নাগরিকদের করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
বেইজিং, ২৪ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : চীনে মঙ্গলবার নতুন করে ৭৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশ বিদেশ থেকে আসা। এতে দেশটিতে দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধির আশংকা করা হচ্ছে। খবর এএফপির।
এক সপ্তাহ পর এই প্রথমবারের মতো উহানে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হলো। গত বছর এখানে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পাশাপাশি দেশের অন্যত্র নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে করোনাভাইরাসে আরো সাতজনের মৃত্যু হয়েছে। তারা সকলেই উহানের বাসিন্দা।
খবরে বলা হয়, কর্মকর্তারা মার্চ মাসের শুরূ থেকে বিদেশ থেকে আসা নাগরিকদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হিসাব রাখা শুরু করেন। এতে দেখা যায় কেবলমাত্র মঙ্গলবার বিদেশ ফেরত ৭৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়। বিদেশ থেকে আসা নাগরিকদের আক্রান্ত হওয়ার ক্ষেত্রে একদিনের হিসাবে এটা সর্বোচ্চ। আর সোমবারের তুলনায় এ আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। বিদেশ থেকে আসা নাগরিকদের আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪২৭ জনে দাঁড়ালো।
সাম্প্রতিক দিনগুলোতে চীনে যত লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের প্রায় সকলেই বিদেশ থেকে আসা।
এ বৈশ্বিক ভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করোনাভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে ১৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বাসস/এমএজেড/১১৫০/আরজি