নিজেদের ভাগ্যবান মানছেন সাইডবটম

327

লন্ডন, ২৩ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গত শনিবার থেকে এক সঙ্গে বেশি মানুষের উপস্থিতি থাকে এমন সব অনুষ্ঠান নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। শনিবারের আগের দিন বিয়ে করেন ইংল্যান্ডের সাবেক বাঁ-হাতি পেসার রায়ান সাইডবটম। সরকারের নিষেধাজ্ঞা আসার আগের দিন বিয়ে করতে পেরে নিজেদের ভাগ্যবান মানছেন ইংল্যান্ডের হয়ে ৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাইডবটম।
দু’বছর প্রেম করার পর ৪০ বছর বয়সী ড্যান্সিং অন আইস তারকা ও ইভেন্ট ম্যানেজমেন্ট নির্বাহী ম্যাডেলিন কস্টিগানকে বিয়ে করেন সাইডবটম। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের অনুষ্ঠান সাড়তে পারলেও করোনাভাইরাসের কারনে মধুচন্দ্রিমা বাতিল করতে হয়েছে সাইডবটমকে।
অনুষ্ঠান শেষে স্থানীয় একটি পত্রিকাকে ৪২ বছর বয়সী সাইডবটম বলেন, ‘যেভাবে পরিকল্পনা করেছি সে ভাবে বিয়েটা উদ্যাপন করতে পেরেছি। এজন্য নিজেদের ভাগ্যবান মনে করছি। আমাদের দু’জনের জন্য এটি একটি খুবই বিশেষ দিন।’
তবে করোনাভাইরাসের কারণে সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়াকে স্বাগত জানিয়েছেন সাইডবটম। তবে তার কন্ঠে সমবেদনাও ছিলো, ‘যাদের অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে তাঁদের জন্য খারাপ লাগছে। তবে আমাদের সবার স্বার্থটা দেখতে হবে। সবার আগে মানুষের স্বাস্থ্য, তারপর অন্য সব।’
সাইডবটমের বিয়েতে আত্মীয়-স্বজন ছাড়াও অনেক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন।