বাসস ক্রীড়া-৫ : বাতিল হতে পারে অলিম্পিক : জাপানের প্রধানমন্ত্রী

116

বাসস ক্রীড়া-৫
অলিম্পিক-টোকিও
বাতিল হতে পারে অলিম্পিক : জাপানের প্রধানমন্ত্রী
টোকিও, ২৩ মার্চ ২০২০ (বাসস) : অবশেষে নিজের অনড় অবস্থান থেকে কিছুটা হলেও সড়ে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও নিজ দেশে অলিম্পিক গেমস আয়োজনে একটুও পিছপা হননি জাপানীজ এই প্রধানমন্ত্রী। কিন্তু বিশে^র প্রায় সকল দেশ থেকেই একের পর এক আপত্তির জেড়ে অবশেষে শিনজো আবে আজ বলেছেন ‘পরিস্থিতি একেবারেই অনুকুলে না থাকলে গেমস হয়তবা পিছিয়ে যেতে পারে।’
সোমবার পার্লামেন্টে দেয়া এক ভাষনে শিনজো আবে বলেছেন, ‘জাপান এখনো গেমস আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ক্রীড়াবিদদের কথা বিবেচনা করে যদি কোন ধরনের বাঁধা আসে তখন গেমস পিছিয়ে দেবার সিদ্ধান্ত আসতে পারে।’
এই প্রথমবারের মত জাপানের এই শীর্ষ কর্তা আগামী ২৪ জুলাই থেকে অলিম্পিক গেমস শুরু হবার ব্যপারে শঙ্কা প্রকাশ করলেন। বিশ^জুড়ে করোনাভাইরাসে ভয়াবহতা ক্রমেই বেড়ে যাওয়ায় তিনি এই স্বীকারোক্তি করতে বাধ্য হয়েছেন।
আগেরদিন আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও গেমস আয়োজনের ব্যপারে তাদের অনড় অবস্থান থেকে সড়ে আসার ইঙ্গিত দিয়েছে। আইওসি অবশ্য গেমস পেছানোর জন্য আরো চার মাস অপেক্ষা করার পক্ষে মত দিয়েছে।
বাসস/অনু/নীহা/১৭২৫/স্বব