বাসস ক্রীড়া-৪ : ভক্ত-সমর্থকদের ঘরে থাকার আহবান জানালেন জকোভিচ-ফেদেরার

117

বাসস ক্রীড়া-৪
টেনিস-করোনা
ভক্ত-সমর্থকদের ঘরে থাকার আহবান জানালেন জকোভিচ-ফেদেরার
প্যারিস, ২৩ মার্চ ২০২০ (বাসস) : বিশ^জুড়ে মহামারী আকরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারনে বিশ^ টেনিসের প্রায় সব শীর্ষ তারকারাই এখন নিজ ঘরে পরিবারের সাথে অলস সময় কাটাচ্ছেন। তার মাঝেই বিশে^র দুই শীর্ষ তারকা নোভাক জকোভিচ ও রজার ফেদেরার তাদের ভক্ত-সমর্থকদের এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজ নিজ ঘরে থাকার আহবান জানিয়েছেন।
জকোভিজ তার ইন্সটাগ্রামে রোববার তার ভক্তদের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়েছেন। তিনি নিজেও সেটা করছেন বলে জানিয়েছেন। বিশে^র এই এক নম্বর খেলোয়াড় বলেছেন এর মাধ্যমেই ধীরে ধীরে সারা বিশ^ জুড়ে করোনার বিস্তার কমিয়ে আনা সম্ভব। একইসাথে তিনি মেডিকেল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জকোভিচ লিখেছেন, ‘এটা আমদের সকলের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়। আমি সকলের প্রতি সমর্থন জানাচ্ছি ও প্রার্থনা করছি। দয়া করে সবাই ঘরে থাকুন এবং সকল মেডিকেল স্টাফদের সহযোগিতা করতে এগিয়ে আসুন। এই সংকটময় মুহূর্তে তাদের উপর আর বোঝা বাড়াবেন না।
তার এই দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষন করেছেন সুইস তারকা ফেদেরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার্সদের উদ্দেশ্যে ফেদেরার লিখেছেন, ‘দিনে অনেকবার আমি হাত ধুচ্ছি ও ঘরেই আছি। এই সময়ে বয়স্ক ও অসুস্থ্যদের প্রতি নজড় দেয়া খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আমরা কেউ হ্যান্ডশেক করবো না, একে অপেরর সাথে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখবো। এটা খুবই কঠিন সময় এবং আশা করছি সবাই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করবে।’
ফেদেরার ও জকোভিচ উভয় তাদের নিজ নিজ বাড়িতে পরিবারের সাথে দারুন সময় অতিবাহিত করছেন। অন্যদেরও একইভাবে ঘরে থাকার অনুরোধ করেছেন জকোভিচ। এই সময়ে এটাই একমাত্র সমাধান বলে তিনি মনে করেন। জকোভিচ বলেছেন, ‘বিশ^ যদি স্বাস্থ্যকর না থাকে তবে আমরা কেউই সুস্থ্য ভাবে বেঁচে থাকতে পারবোনা। আমাদের সকলের একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। জীবনের কিছু সময় পরিবারের সাথে ভালভাবে কাটনোর সুযোগ এসেছে, চলো সবাই মিলে এটা উপভোগ করি। একসাথে হাসি, একসাথে সবাইকে ভালবাসি, একসাথে সব কিছু ভাগাভাগি করে নেই। আমরা এখন সবাই এক। বিশে^র প্রতিটি দেশের মানুষ এখন একইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুক। আমি নিশ্চিত আমরা আরো বেশী শক্তিশালী ও একত্রিত হয়ে সামনের দিনগুলোতে জেগে উঠতে পারবো।’
বাসস/অনু/নীহা/১৭২০/স্বব