বাসস বিদেশ-৩ : করোনাভাইরাস প্রশ্নে ‘চীনের ব্যাপারে কিছুটা উদ্বিগ্ন’ ট্রাম্প

126

বাসস বিদেশ-৩
চীন-যুক্তরাষ্ট্র-ভাইরাস-ট্রাম্প
করোনাভাইরাস প্রশ্নে ‘চীনের ব্যাপারে কিছুটা উদ্বিগ্ন’ ট্রাম্প
ওয়াশিংটন, ২৩ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, করোনাভাইরাস সংকট নিয়ে সহযোগিতার ঘাটতি ও আগাম তথ্য দেয়ার ক্ষেত্রে চীনের ব্যাপারে তিনি কিছুটা ‘উদ্বিগ্ন’। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে নিয়মিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘করোনাভাইরাসের ব্যাপারে তাদের আমাদেরকে জানানো উচিত ছিল।’
তিনি বলেন, এক্ষেত্রে ‘চীনকে নিয়ে আমি কিছুটা উদ্বিগ্ন। আমি আপনাদের সত্যি করে বলছি যে, আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনেক পছন্দ ও তার দেশকে অনেক সম্মান করি।’
বাসস/এমএজেড/১১৩৫/আরজি