বাজিস-১০ : মেহেরপুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির অতিরিক্ত মূল্য রাখায় জরিমানা

221

বাজিস-১০
মেহেরপুর- জরিমানা
মেহেরপুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির অতিরিক্ত মূল্য রাখায় জরিমানা
মেহেরপুর, ২২ মার্চ ২০২০ (বাসস) : জেলার সদর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রির অতিরিক্ত মূল্য রাখার দায়ে আজ তিনজন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার জেলা শহরের বড়বাজারে ও সদর উপজেলার আমঝুপি বাজারে অতিরিক্তি মূল্য নেওয়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাল ও পেঁয়াজ অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে তাদেরকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. মাইন উদ্দিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বাসস/সংবাদদাতা/২০৫৫/এমকে