বাজিস-৯ : পিরোজপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা গরিব রোগিদের ৩০ কেজি চাল দেয়া হবে

212

বাজিস-৯
পিরোজপুর-দূর্যোগ ব্যবস্থাপনা
পিরোজপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা গরিব রোগিদের ৩০ কেজি চাল দেয়া হবে
পিরোজপুর, ২২ মার্চ ২০২০ (বাসস): জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা গরিব রোগিদের জনপ্রতি ৩০ কেজি করে চাল প্রদান করা হবে।
আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটি ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারসহ জেলায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।
সভায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯১০/এমকে