বাসস দেশ-১৪ : সিলেটে মৃত নারীর করোনা সনাক্তকরণের নমুনা আইইডিসিআরে

118

বাসস দেশ-১৪
করোনা-মৃত-নমুনা
সিলেটে মৃত নারীর করোনা সনাক্তকরণের নমুনা আইইডিসিআরে
সিলেট, ২২ মার্চ, ২০২০ (বাসস) : সিলেটে মৃত লন্ডন প্রবাসী নারী করোনা আক্রান্ত কি না তা জানতে সংগৃহীত নমুনা রাজধানীর রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান,আইসোলেশন ইউনিটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা ওই নারী করোনা আক্রান্ত ছিলেন কি না তা জানতে আইইডিসিআরের নির্দেশমত নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল জানতে দু’দিন সময় লাগবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরা ওই নারী আজ রোববার ভোররাত চারটায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে নগরীর মানিকপীর টিলায় ওই নারীর লাশ দাফন করা হয়েছে।
১০ দিনধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভোগার পর গত ২০ মার্চ তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য,সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন ইউনিটে আরও চারজন রোগী ভর্তি রয়েছেন। সর্বশেষ ২৪ঘন্টায় একজনকে ভর্তি করা হয়েছে।এই চারজনের মধ্যে একজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্য তিনজনের এখনও সংগ্রহ করা হয়নি।
বাসস/সংবাদদাতা/এসএস/১৬৩০/জেহক