তথ্য মন্ত্রণালয়ে ‘করোনা সচেতনতা সেল’

248

ঢাকা, ২২ মার্চ, ২০২০ (বাসস) : তথ্য মন্ত্রণালয়ে ‘করোনা সচেতনতা সেল’ গঠন করা হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য মন্ত্রণালয়ে এই ‘করোনা সচেতনতা সেল’ গঠনের কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন যে, প্লেগের পর পৃথিবীতে এতবড় দুর্যোগ আর আগে আসেনি। এতে কয়েক কোটি মানুষ মারা গিয়েছিল। আর নভেল করোনায় ইতোমধ্যে তিন লক্ষের মতো মানুষ আক্রান্ত হয়েছে। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। এটি একটি বৈশ্বিক দুর্যোগ।
ড.হাছান বলেন, আমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করছি, এই দুর্যোগের হাত থেকে দেশ-জাতি-রাষ্ট্রকে রক্ষা করার জন্য। তারই প্রেক্ষিতে জনগণকে সচেতন করার জন্য তথ্য মন্ত্রণালয়ের কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে আমরা জনসচেতনতার জন্য সেল গঠন করতে যাচ্ছি। সেখানে টেলিভিশন, বেতার, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য অধিদফতরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি থাকবে। প্রজ্ঞাপন জারি করার পর এই ‘সেল’ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং করোনা প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের সাথে সমন্বয় করে কাজ করবে।’
এর আগে থেকেই তথ্য মন্ত্রণালয় দেশের বিশিষ্ট গুণীশিল্পী, মিডিয়া ও চিত্রজগতের ব্যক্তিদের নিয়ে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক ফিলার তৈরি করে বিটিভি’র মাধ্যমে প্রচার করে আসছে ও অন্যান্য টিভি’তে পাঠানোর পর অনেকেই প্রচার করেছেন, জানান মন্ত্রী।