বাসস ক্রীড়া-৬ : ম্যানচেস্টারের ফুডব্যাংককে ইউনাইটেড-সিটির যৌথ সহযোগিতা

109

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইংল্যান্ড
ম্যানচেস্টারের ফুডব্যাংককে ইউনাইটেড-সিটির যৌথ সহযোগিতা
লন্ডন, ২২ মার্চ ২০২০ (বাসস) : কোভিড-১৯ মহামারীর কারনে ক্ষতিগ্রস্থ স্থানীয় ফুডব্যাংক গুলোকে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে যৌথভাবে ১ লাখ পাউন্ড আর্থিক সহযোগিতা করার ঘোষনা দেয়া হয়েছে।
সাধারাণত উভয় দলের হোম ম্যাচগুলো থেকে ফ্যানগ্রুপগুলো এই ধরনের ফুডব্যাংক সমূহকে সবসময়ই সহযোগিতা করে থাকে। কিন্তু সারা ইংল্যান্ড জুড়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ফুটবলীয় কার্যক্রম বন্ধ ঘোষনা করায় মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ম্যানচেস্টারের এই ফুডব্যাংক গুলো।
এ কারনে এদের সহযোগিতায় এগিয়ে এসেছে দুই নগর প্রতিদ্বন্দ্বী। ক্লাবের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই অর্থ সাহায্যের ঘোষনা দেয়া হয়েছে। এই সহযোগিতার আওতায় ম্যানচেস্টারের প্রায় ১৯টি ফুডব্যাংক সেন্টারকে অর্থ দান করা হবে।
বাসস/অনু/নীহা/১৬৫০/স্বব