বাসস ক্রীড়া-৫ : অলিম্পিক বাতিল নিয়ে চাপ বাড়ছেই

111

বাসস ক্রীড়া-৫
অলিম্পিক-করোনা
অলিম্পিক বাতিল নিয়ে চাপ বাড়ছেই
প্যারিস, ২২ মার্চ ২০২০ (বাসস) : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে ২০২০ টোকিও অলিম্পিক বাতিলের কোন সিদ্ধান্ত এখনো আসেনি আয়োজক সংস্থার পক্ষ থেকে। আর এ কারনে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্রীষ্মকালীণ এই আসর পিছিয়ে দেবার জন্য চাপ বাড়ছে। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী ট্র্যাক এন্ড ফিল্ড ফেডারেশন এবার অলিম্পিক পিছিয়ে দেবার জন্য জাপানের আয়োজক কমিটির উপর চাপ প্রয়োগ করেছে।
যুক্তরাষ্ট্রের ট্র্যাক এন্ড ফিল্ডের প্রধান নির্বাহী ম্যাক সিয়েগেল গেমস আয়োজক কমিটির কাছে এক লিখিত বার্তায় অলিম্পিক পিছিয়ে দেবার অনুরোধ জানিয়েছেন। সেখানে সিয়েগেল লিখেছেন, ‘প্রত্যেক্যের স্বাস্থ্য ও নিরাপত্তা সবসময়ই প্রাধান্য পাওয়া উচিত। এটা প্রতিটি মানুষের নাগরিক অধিকার। এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র আমাদের ক্রীড়াবিদদের জন্যই নয়, অলিম্পিক আয়োজক কমিটির প্রস্তুতিও বিঘিœত হচ্ছে। পুরো বিষয়টি অবশ্যই বিবেচনা করা উচিত।’
এর আগে যুক্তরাষ্ট্রের সাঁতার ফেডারেশনও এক বছর অলিম্পিক পিছিয়ে দেবার জন্য জাপানের কাছে অনুরোধ জানিয়েছিল।
শনিবার ফ্রান্স সাঁতার ফেডারেশন বলেছে এই পরিস্থিতিতে কোনভাবেই গেমস সুষ্ঠভাবে আয়োজন সম্ভব নয়। স্পেন এ্যাথলেটিকে ফেডারেশনও এই বক্তব্যের সাথে সহমত পোষন করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘রয়্যাল স্প্যানিশ এ্যাথলেটিক ফেডারেশনের সকল পরিচালক এবং বেশীরভাগ স্প্যানিশ ক্রীড়াবিদ টোকিও অলিম্পিক পিছিয়ে দেবার পক্ষে মত দিয়েছেন। এই ধরনের পরিস্থিতি কখনই সুষ্ঠ, সুন্দর একটি গেমস আয়োজনের গ্যারান্টি দিতে পারেনা।’
নরওয়েইজিয়ান অলিম্পিক কমিটি (এনওসি) জানিয়েছে শুক্রবার তারা আইওসির কাছে এ মর্মে চিঠি পাঠিয়েছে। তাদের মতে এই মুহূর্তে যেহেতু নরওয়েইজিয়ান সরকার সব ধরনের খেলাধুলা বন্ধ ঘোষনা করেছে সেজন্য অলিম্পিকের প্রস্তুতিতে বড় বাঁধার সৃষ্টি হচ্ছে।
বাসস/অনু/নীহা/১৬৫০/স্বব