বাসস ক্রীড়া-৩ : করোনায় আক্রান্ত দিবালা, মালদিনি

106

বাসস ক্রীড়া-৩
ফুটবল-মালদিনি
করোনায় আক্রান্ত দিবালা, মালদিনি
রোম, ২২ মার্চ ২০২০ (বাসস) : জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। এদিকে এসি মিলানের সাবেক তারকা ইতালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনির দেহেও এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
২৬ বছর বয়সী দিবালা টুইটারে লিখেছেন, ‘সবাই কেমন আছো। আমি তোমাদের জানাতে চাইযে আমার ও আমার বান্ধবী সাবাতিনির দেহে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সৌভাগ্যবশত: আমরা দুজনেই সুস্থ আছি। তোমাদের বার্তার জন্য অনেক ধন্যবাদ।’
ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে গত বুধবার থেকে দিবালা সেল্ফ-আইসোলেশনে রয়েছেন। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তার পরিস্থিতি সার্বক্ষনিক পর্যবেক্ষন করা হচ্ছে। সে সুস্থ আছে।’
জুভেন্টাসের ড্যানিয়েল রুগানি ও ব্লেইস মাতৌদির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে দিবালার দেহে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পড়লো।
এদিকে গতকাল রাতে জানা গেছে মালদিনি ও তার ১৮ বছর বয়সী ছেলে ড্যানিয়েল এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মালদিনি বর্তমানে মিলানের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং তার ছেলে মিলানের যুব দলের খেলোয়াড়। এ সম্পর্কে এসি মিলানের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘পাওলো ও ড্যানিয়েল দুজনেই সুস্থ আছে এবং ইতোমধ্যেই বাড়িতে দুই সপ্তাহ থাকার নির্দেশ পূর্ণ করেছেন। তবে মেডিকেল প্রটোকল অনুযায়ী পুরোপুরি সস্থ হয়ে না ওঠা পর্যন্ত তারা কোয়ারান্টাইনে থাকবেন।’
৫১ বছর বয়সী মালদিনিকে ইতালির সর্বকালের অন্যতম সেরা একজন ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয়। মিলানের হয়ে ৬৪৭ ম্যাচ খেলা মালদিনি ক্যারিয়ারে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
বাসস/অনু/নীহা/১৬৪৫/স্বব