কলম্বিয়ায় করোনায় প্রথম মৃত্যু

208

বোগোটা, ২২ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : কলম্বিয়ায় করোনা ভাইরাসে প্রথম এক ব্যক্তি মারা গেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী এক ঘোষণায় এ কথা জানান।
দেশটিতে আক্রান্ত হয়েছে ২১০ জন।
ফার্নান্দো রুইজ বলেন, মারা যাওয়া ব্যক্তি পুরুষ। বয়স ৫৮ বছর। সে কার্তাজিন শহরের বাসিন্দা। পেশায় ছিল ট্যাক্সি চালক। গত কয়েকদিনে সে দুজন বিদেশীকে আনা নেয়া করেছিল।
কোভিড-১৯ ঠেকাতে আগামী মঙ্গলবার থেকে কলম্বিয়ানরা তিন সপ্তাহের জন্যে বাধ্যতামূলক আইসুলেশানে যাচ্ছে।