ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

278

ফেনী, ২২ মার্চ, ২০২০ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় রোববার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দুলাল (৪০) ১ জন নিহত এবং ১০জন আহত হয়েছে ।
দুর্ঘটনায় আহত রাকিব নামে এক যাত্রী জানায়, চট্টগ্রাম হতে ভোলাগামী শাহী পরিবহনের বাসটি যাত্রীবোঝাই করে রওনা হয়। এ পর্যায়ে ফেনীর লেমুয়ায় এলে রোববার মাঝরাতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁিড়য়ে থাকা বালু বোঝাই ট্রাককে পিছনে ধাক্কা দিলে এ দুঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
সিদ্দিক নামে অপর এক যাত্রী জানান, এ ঘটনায় অন্তত ১০ আহত হয়েছে। আরও একজন নিঁখোজ রয়েছে।
এর মধ্যে দুলালের অবস্থা বেশী খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে মিরসরাই এলাকায় দুলাল মারা যায় বলে হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে।
আহতরা জামাল উদ্দীন (৩২), নাসির হোসেন (৪৫), হৃদয় (৩০) শাহ আলম(৩৭), হাফিজের রহমান (৩৮), মোঃ সাইফ উদ্দিন (২২), নুর নবী (৩২), সুমী (২৪), আসমা(২৫) । তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুলাল একজন দিনমজুর। সারা সপ্তাহ কাজ করে জমানো টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আহতদের সবাই একই পেশার মানুষ।
ফেনীর মুহুরীগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক আবদুল মালেক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত গাড়ীকে পায়নি। পরে বাসটিকে ফেনী জেনারেল হাসপাতালে পাওয়া গেলেও বাসের চালককে পাওয়া যায়নি।