চট্টগ্রাম সিটি নির্বাচনসহ সকল নির্বাচন স্থগিত

572

ঢাকা, ২১ মার্চ, ২০২০ (বাসস) : নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সকল নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ২৯ মার্চ চট্টগ্রামের পাশাপাশি বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনও হওয়ার কথা ছিল।
আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।ইসির সভার পর বিকেলে সংবাদ সম্মেলনে ২৯ মার্চের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর।
তিনি বলেন, করোনার প্রভাবে ইসি সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে ২৯ মার্চের চট্টগ্রাম সিটি ও দুটি উপনির্বাচন স্থগিত করেছেন।
সচিব বলেন, নির্বাচন”অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন করতে হবে এপ্রিলের মধ্যে; জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি ভোট করতে হবে।