বাসস ক্রীড়া-১০ : দুর্নীতির অভিযোগে আজীবন নিষিদ্ধ হতে পারেন আকমল

120

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-আকমল
দুর্নীতির অভিযোগে আজীবন নিষিদ্ধ হতে পারেন আকমল
করাচি, ২১ মার্চ ২০২০ (বাসস) : দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হলে ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের বিতর্কিত খেলোয়াড় উমর আকমল। দেশটির ক্রিকেট বোর্ড গতকাল জানিয়েছে- দূর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গ করেছেন আকমল।
করাচিতে গত ২০ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) দুর্নীতি দমন কমিশন সাময়িকভাবে আকমলকে সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে। মূলত দুর্নীতি বিষয়ে তদন্তের স্বার্থেই সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আকমলকে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, ‘বোর্ডের দূর্নীতি বিরোধী নিয়মের দুটি ধারা ভঙ্গ করায় আকমলের বিরুদ্ধে পিসিবি অভিযোগ এনেছে,যার সঙ্গে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর সঙ্গে সংশ্লিস্ট।’
পিসিবির দূর্নীতি বিরোধী নিয়মে বলা হয়েছে- কোন খেলোয়াড় ম্যাচ ফিক্সিংয়ের কোন প্রস্তাব পেলে তা দূর্নীতি বিরোধী ইউনিটকে জানাতে হবে।
নিয়মানুযায়ী কোন খেলোযাড় দোষী সাব্যস্ত হলে তাকে ছয় মাস থেকে আজীবন নিষিদ্ধ করা হতে পারে।
পিসিবির কাছ থেকে গত ১৭ মার্চ নাটিশ পেয়েছেন আকমল। তাই জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাচ্ছেন তিনি।
পাকিস্তানের হয়ে ২২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী আকমল।
বাসস/এএফপি/অনু/এএমটি/১৮৫২/স্বব