বাসস দেশ-৩১ : হোম কোয়ারেন্টাইনে না থাকায় সিলেটে তিন প্রবাসীকে জরিমানা

147

বাসস দেশ-৩১
কোয়ারেন্টাইন-প্রবাসী-জরিমানা
হোম কোয়ারেন্টাইনে না থাকায় সিলেটে তিন প্রবাসীকে জরিমানা
সিলেট, ২১ মার্চ ২০২০ (বাসস) : সিলেটের গোলাপগঞ্জে হোম কোয়ারেন্টাইনে না থাকায় তিন প্রবাসীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৮ মার্চ বুধবার বৃটেন থেকে একই পরিবারের ১১ সদস্য দেশে এসেছেন। তাদের হোম কোয়ারেন্টানে থাকার কথা থাকলেও তারা তা মানছেন না, ওই পরিবারের সদস্যরা সারিবদ্ধভাবে মসজিদে নামাজে যাচ্ছেন, লোকজনের সঙ্গে মিশছেন, কোলাকুলি করছেন। আরেক প্রবাসী দেশে এসে আত্মীয়দের দাওয়াত দিয়ে ভোজসভার আয়োজন করেছেন।
অপরজন, যিনি নিয়মিত উন্মুক্তভাবে ঘোরাফেরা করছেন এবং হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টিকে তোয়াক্কা করছেন না।
ইউএনও বলেন, খবর পেয়ে ওই প্রবাসীর বাড়িতে গেলে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।
তাদেরকে দন্ডবিধির ২৭১ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ১১জনের পরিবারের একজনকে ১০ হাজার টাকা, ভোজসভার আয়োজন করা প্রবাসীকে ১০হাজার টাকা জরিমানার পাশাপাশি মেহমানদের ফেরত পাঠানো হয়েছে। এছাড়া প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জে গতকাল শুক্রবার পর্যন্ত ৫৯জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনের তালিকায় রয়েছেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮৪৫/কেকে