বাসস দেশ-২৪ : মিরপুরে একটি বাড়ি বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন

142

বাসস দেশ-২৪
মিরপুর-কোয়ারেন্টাইন
মিরপুরে একটি বাড়ি বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন
ঢাকা, ২১ মার্চ, ২০২০ (বাসস) : রাজধানীর মিরপুরের টোলারবাগে একটি ভবনের বাসিন্দাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিয়েছে আইইডিসিআর। বাড়িটি ঘিরে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ। ভবন ও তার আশপাশে চলাচলও সীমিত করা হয়েছে।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভবনে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে। আইইডিসিআর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যেন ওই ভবন থেকে কেউ বের হতে না পারে। সেজন্য ভবনটি পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। ওই ভবন থেকে যেন কেউ বের হতে না পারেন। ওই ভবনে প্রবেশ সংরক্ষিত ও এলাকায় চলাচল সীমিত করা হয়েছে।
বাসস/এমএমবি/১৭৩০/অমি