বাসস দেশ-১৪ : গাজীপুরে সকল ধরনের সভা-সমাবেশ-জমায়েত নিষিদ্ধ ও ক্লাব বন্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

103

বাসস দেশ-১৪
গণবিজ্ঞপ্তি -সভা-সমাবেশ-ক্লাব বন্ধ
গাজীপুরে সকল ধরনের সভা-সমাবেশ-জমায়েত নিষিদ্ধ ও ক্লাব বন্ধ করে গণবিজ্ঞপ্তি জারি
গাজীপুর, ২১ মার্চ, ২০২০ (বাসস) : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গাজীপুর জেলায় সকল ধরনের সভা-সমাবেশ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
আজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে জেলার মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় জেলা ম্যাজিস্ট্রেট এস.এম তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে ‘শুধুমাত্র সরকারি কার্যক্রম পরিচালনা করা ও করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত দাপ্তরিক কার্যক্রম ব্যতীত গাজীপুর জেলায় সকল ধরণের সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল ধরনের ধর্মীয় গণজমায়েত আয়োজন না করার জন্য জেলাবাসীকে নির্দেশ দেওয়া হয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জেলার সকল প্রকার রিসোর্ট, কমিউনিটি সেন্টার, পিকনিক স্পট, বিনোদন পার্ক, কোচিং সেন্টার এবং ক্লাবসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৭১৯/এএএ