২০২১ সালে অনুষ্ঠিত হলেও নাম থাকবে ইউরো ২০২০

230

লসানে, ২১ মার্চ ২০২০ (বাসস) : করোনভাইরাসের কারনে ইউরো ২০২০ এক বছর পিছিয়ে আগামী বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। কিন্তু আয়োজকরা জানিয়েছেন ২০২১ সালে হলেও টুর্নামেন্টের আসল নাম ইউরো ২০২০’ই বহাল থাকবে।
সারা বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এক বছর পিছিয়ে আগামী ১১ জুন-১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ। এর ফলে ইউরোপ জুড়ে বন্ধ হয়ে যাওয়া ঘরোয়া লিগগুলো সুযোগ পাচ্ছে তাদের মৌসুম শেষ করার। যেহেতু প্রতিযোগিতার নাম নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছিল সে কারনেই ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা দ্রুতই সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার নাম ও লোগোতে কোন পরিবর্তন আনা হবে না। এক টুইটার বার্তার উয়েফা এই ঘোষনা দিয়েছে।
ইউরোতে অংশ নেয়া ২৪টি দেশের মধ্যে ২০টির নাম চূড়ান্ত হলেও প্লে-অফের মাধ্যমে চারটি দল এখনো চূড়ান্ত হয়নি। করোনভাইরাসের কারনে প্লে-অফের ম্যাচগুলো স্থগিত করা হয়। উয়েফা জানিয়েছে এ ম্যাচগুলোর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া প্রীতি ম্যাচগুলা পরিস্থিতি বিবেচনায় জুনে অনুষ্ঠিত হবে।