বাসস ক্রীড়া-৪ : একদিনের বেতন দান করলেন রোমার খেলোয়াড়রা

116

বাসস ক্রীড়া-৪
ফুটবল-রোমা
একদিনের বেতন দান করলেন রোমার খেলোয়াড়রা
রোম, ২১ মার্চ ২০২০ (বাসস) : রোমে করোনাভাইরাসের আক্রান্তদের চিকিৎসা সাহাযার্থ্যে ইতালিয়ান ফুটবল ক্লাব এএস রোমার খেলোয়াড় ও স্টাফরা তাদের একদিনের বেতনের সমুদয় অর্থ একটি হাসপাতালে দান করেছেন। একইসাথে ক্লাবের পক্ষ থেকে তিনটি ইনটেনসিভ কেয়ার ভেন্টিলেটার ও আটটি নতুন ইনটেনসিভ কেয়ার বেড ক্রয়ের ঘোষনা দেয়া হয়েছে।
ইতালিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমের বিপক্ষে প্রতিনিয়ত লড়াই করে যাওয়া হাসপাতালগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হিসেবে বিবেচিত হচ্ছে রোমের লাজ্জারো স্পালানজানি হাসপাতাল। প্রতিনিয়ত তাদের প্রয়োজন হচ্ছে নতুন নতুন যন্ত্রপাতির। সে কারনেই রোমা মানুষের জীবন রক্ষাকারী বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ে জরুরী ভিত্তিতে ক্লাবের পক্ষ থেকে অর্থ দেবার ঘোষনা দিয়েছে।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, এক সপ্তাহ আগে তাদের ৫ লাখ ইউরো যোগাড়ের কথা ছিল। খেলোয়াড়দের ২ লাখেরও বেশী ইউরো মিলিয়ে এখন ক্লাবটির ফান্ডে আছে ৪ লাখ ৬০ হাজার ইউরো। ক্লাব সভাপতি জিম পালোত্তা দিয়েছেন ৫০ হাজার ইউরো।
পুরো ইতালি জুড়ে শুক্রবার পর্যন্ত ৬২৭ জনসহ সর্বমোট মৃত্যু হয়েছে ৪৬০০ জনের যা চীনকেও ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাসের কারনে গত ৯ মার্চ থেকে ইতালিতে সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে।
বাসস/নীহা/১৬৪৬/স্বব