বাসস দেশ-৯ : টাঙ্গাইলে প্রবাস ফেরত ২৮৬ জন হোম কোয়ারেন্টাইনে

110

বাসস দেশ-৯
করোনা-পরিস্থিতি
টাঙ্গাইলে প্রবাস ফেরত ২৮৬ জন হোম কোয়ারেন্টাইনে
টাঙ্গাইল, ২১ মার্চ, ২০২০ (বাসস) : জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত ৪১ জন হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় শনিবার দুপুর পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে মোট ২৮৬ জন।
এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৪০ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছে। এদের মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হোম কোয়ারেন্টিন থেকে বের হয়। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টিনে থাকা লোকদেরকে পর্যবেক্ষণ করছেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বাসস’কে বলেন, শনিবার দুপুর পর্যন্ত জেলায় মোট ৩২৬ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পাড় হওয়ায় ৪০ জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। হোম কোয়ারেন্টাইনের কারো জ্বর ও সর্দি-কাশি নেই।
বাসস/সংবাদদাতা/এমএন/১৫৪৩/এমএবি