ড. ধর্মসেন মহাথেরোর মৃত্যুতে স্পিকারের শোক

279

ঢাকা, ২১ মার্চ, ২০২০ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার ড. ধর্মসেন মহাথেরোর আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৯২ বছর।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি এবং বাঙালির ভ্রাতৃত্ববোধকে সুসংহত করতে ড. ধর্মসেন মহাথেরোর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ড. ধর্মসেন মহাথেরোর প্রয়াণ বাংলাদেশ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
এছাড়া, ড. ধর্মসেন মহাথেরোর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।