বাসস দেশ-৪ : বিদেশফেরত ব্যক্তিদের মসজিদে না যাওয়ার অনুরোধ

125

বাসস দেশ-৪
ইসলামিক ফাউন্ডেশন-করোনা
বিদেশফেরত ব্যক্তিদের মসজিদে না যাওয়ার অনুরোধ
ঢাকা, ২১ মার্চ, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিদেশফেরত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এছাড়াও মুসল্লীদের বাসায় অজু করে ও সুন্নত নামাজ বাসায় পড়ে জুমার নামাজে আসার আহবান জানিয়েছে।
ফাউন্ডেশনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়,করোনা ভাইরাস থেকে সুরক্ষা গ্রহণের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম মসজিদসহ দেশের সকল মসজিদের ইমাম-খতিবরা খুতবায় আলোচনা করেছেন। এই সংকটকালীন সময়ে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ইসলামের আলোকে যেসব পদক্ষেপ নেয়া যায় তা মুসল্লীদের সামনে তুলে ধরেন।
বাসস/সবি/এসএস/১৩৩৬/এমএবি