নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড শিরিনার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

288

ঢাকা, ২০ মার্চ, ২০২০ (বাসস) : নব্যজেএমবির (জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ) নারী শাখার সেকেন্ড ইন কমান্ড শিরিনা খাতুন ওরফে তাহসিন আব্দুল্লাকে (২৩) সাত দিনের রিমান্ড নেয়ার আবেদন করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো: মাসুদুর রহমান বাসসকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে শিরিনা খাতুনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। এছাড়া, সে মতিঝল থানার একটি মামলার আসামী।