বাসস দেশ-৮ : টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতীর মৃত্যু

307

বাসস দেশ-৮
দুর্ঘটনা-নিহত
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতীর মৃত্যু
টাঙ্গাইল, ১৩ জুলাই, ২০১৮ (বাসস): জেলার কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতী নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো-ঘাটাইল উপজলোর রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০) ও তার নাতী সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক(এসআই) নুর এ আলম জানান, নিহতরা কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে দাদী ও নাতী লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। এক পর্যায় তারা ট্রেনের লাইনে বসে গল্প করছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে নিহতদের লাশ স্বজনরা নিয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সেই ট্রেনেই কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮০৫/-আসচৌ