চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত ইতালি ফেরত এক যুবক নিবিড় পর্যবেক্ষণে

312

চুয়াডাঙ্গায়, ২০ মার্চ ২০২০ (বাসস) : চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত সাব্বির আহমেদকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গার চার উপজেলায় বিদেশ ফেরত ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।
এদিকে, হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরার অভিযোগে দুবাই ফেরত মাদার আলী নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি সদর উপজেলার নবীনগর গ্রামে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর বাসস’কে জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আইইডিসিআর এর ৩ সদস্যের একটি মেডিকেল টিম চুয়াডাঙ্গায় পৌঁছেছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করবেন তারা।