বাসস দেশ-৩ : করোনাভাইরাসের বিস্তার রোধে অষ্টমী স্নান বাতিল

143

বাসস দেশ-৩
অষ্টমী স্নান-বাতিল
করোনাভাইরাসের বিস্তার রোধে অষ্টমী স্নান বাতিল
নারায়ণগঞ্জ, ২০ মার্চ, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুরাতন ব্রক্ষপুত্রে হিন্দু ধর্মাবলম্বিদের বার্ষিক অষ্টমী স্নানোৎসব বাতিল করা হয়েছে।
আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল এ উৎসব হওয়ার কথা ছিলো। এ উৎসবে প্রতিবছর দেশ-বিদেশের ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হয়ে থাকে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, “করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশে সকল ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ নির্দেশনাটি আমরা এর মধ্যেই নারায়ণগঞ্জের সকল ইউএনও এবং ওসিদের জানিয়ে দিয়েছি। নারায়ণগঞ্জে প্রতিবছর হওয়া হিন্দু ধর্মাবলম্বিদের লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব বাতিল করতে আমরা হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুরোধ জানিয়েছি। তারাও এটি মেনে নিয়ে উৎসব বাতিল করেছেন।”
মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজিৎ সাহা জানান, “আগেই আমরা উৎসবের পরিসর ছোট করার চিন্তা করছিলাম। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশের সাথে আমরা একমত। জেলা প্রশাসন আমাদের এ নির্দেশনা জানানোর পর আমরা ভক্তদের অনুরোধ জানাচ্ছি এবারের উৎসবে না আসতে।”
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/১৩৪০/-এমএবি