বাসস বিদেশ-৪ : আফগানিস্তানে নতুন করে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত

108

বাসস বিদেশ-৪
আফগানিস্তান-কোভিড-১৯
আফগানিস্তানে নতুন করে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত
কাবুল, ২০ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দেশে নতুন করে আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর সিনহুয়ার।
এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মেয়র বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশে নতুন করে আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ালো। সর্বশেষ আক্রান্ত দু’জনই ইরান থেকে এসেছে। আবার এই ২৬ জনের ১৫ জনই হেরাতের বাসিন্দা।’
করোনাভাইরাসে আক্রান্ত ২৬ জনই বিদেশ থেকে আসা।
মেয়র জানান, করোনাভাইরাস সন্দেহে আফগানিস্তানের গবেষণাগারে মোট ৩৯০ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩০ জনকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্বের বর্তমান পরিস্থিতিতে ইতোমধ্যে আফগানিস্তানের অনেক নাগরিক ২০ মার্চ দেশের নওরোজ বা নববর্ষ পালন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
বাসস/এমএজেড/১৩০৮/এমএবি