বাসস দেশ-৪০ : ভারতের বাজারে ৪০ কোটি টাকার পণ্যসামগ্রী রপ্তানী করবে ওয়ালটন

215

বাসস দেশ-৪০
ওয়ালটন- রপ্তানী
ভারতের বাজারে ৪০ কোটি টাকার পণ্যসামগ্রী রপ্তানী করবে ওয়ালটন
কলকাতা, ১৯ মার্চ ২০২০ (বাসস) : বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য-উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এ বছর ভারতে পাঁচ মিলিয়ন ইউএস ডলার (বাংলাদেশী মুদ্রায় ৪০ কোটি টাকা) মূল্যের পণ্যসামগ্রী রপ্তানি করবে। ভারতের বাজারে এই পণ্য বাজারজাত করবে রিলায়েন্স ডিজিটাল ইন্ডিয়া ও হুন্দাই।
আজ দুপুরে কলকাতা উপ-হাইকমশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্যিক) শামসুল আরিফ বাসসকে এই তথ্য জানিয়ে বলেন এই দু’টি সংস্থার সাথে ওয়ালটন ইতোমধ্যেই বণিজ্যিক সমঝোতা সম্পন্ন করেছে।
তিনি জানান এ মাস থেকেই ভারতের বাজারে প্রাথমিকভাবে ওয়ালটনের তৈরি বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী বিশেষ করে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার বাজারজাত করবে রিলায়েন্স ও হুন্দাই। ওয়ালটন কর্তৃপক্ষের বরাত দিয়ে শামসুল আরিফ আরও জানান, ওয়ালটন-বাংলাদেশ এই প্রথম ভারতে তাদের পণ্য রপ্তানি করছে।
বাসস/সবি/কেসি/২০৫৮/এসই