বাসস রাষ্ট্রপতি-২ : রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ

235

বাসস রাষ্ট্রপতি-২
আইন কমিশন-রিপোর্ট পেশ
রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক রিপোর্ট পেশ
ঢাকা, ১৯ মার্চ, ২০২০ (বাসস) : আইন কমিশন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে কমিশনের বার্ষিক রিপোর্ট-২০১৯ পেশ করেছে। রাষ্ট্রপতি এ সময়ে বর্তমান আইন আধুনিকায়ন ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনের যথাযথ ব্যবহার বাধ্যতামূলক। এতে বিচার প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে সহায়ক হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদীন বাসসকে বলেন, আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন কমিশনের প্রতিনিধি দলটি বৈঠকে কমিশনের সার্বিক কর্মকান্ড এবং রিপোর্টের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় যে, আইন কমিশন ’দ্যা এভিডেন্স এ্যাক্ট ১৮৭২ এবং দ্যা কোড অব সিভিল প্রসিডিউর ১৯০৮” আধুনিকায়ন ও সময়োপযোগী করতে কাজ করছে।
আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/অনু-অমি/২০৪৮/কেএমকে