বাসস ক্রীড়া-১১ : সেল্ফ-আইসোলেশনে নিউজিল্যান্ডের ১৫ ক্রিকেটার-স্টাফরা

125

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-নিউজিল্যান্ড
সেল্ফ-আইসোলেশনে নিউজিল্যান্ডের ১৫ ক্রিকেটার-স্টাফরা
অকল্যান্ড, ১৯ মার্চ ২০২০ (বাসস) : প্রানঘাতি করোনাভাইরাস বিস্তার রোধে সেল্ফ আইসোলেশনে গেলেন নিউজিল্যান্ডের ১৫ ক্রিকেটার ও স্টাফরা।
গত রোববার অস্ট্রেলিয়া সফর স্থগিত করে দেশে ফিরে আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। গতকাল প্রধানমন্ত্রী জাচিন্দা আরডার্নসের নিদের্শেই তাদের সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়।
করোনাভাইরাসের কারনে বিশ্বের ক্রীড়াঙ্গন থমকে গেছে। নেই কোন সিরিজ, লিগ বা টুর্নামেন্ট। তাই এই বন্ধ সময়টাতে ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে ক্রিকেটার ও স্টাফরা।
নিউজিল্যান্ড ক্রিকেটের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার বলেন, ‘অস্ট্রেলিয়া সফর করে আসা সকল খেলোয়াড় ও স্টাফদের সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে। সেল্ফ আইসোলেশন কি, এ ব্যাপারে আমরা সকলকে ধারনা দিয়েছি এবং যতদূর জানি তারা নিয়ম-কানুন সব কঠোরভাবে অনুসরণ করছে।’
বাসস/অনু/এএমটি/১৯০৭/স্বব