বাসস দেশ-২৪ : রাজনীতিতে সৎ, যোগ্য, মেধাবীদের টেনে আনতে হবে : রমেশ চন্দ্র সেন

112

বাসস দেশ-২৪
রমেশ-ইউনিয়ন-সম্মেলন
রাজনীতিতে সৎ, যোগ্য, মেধাবীদের টেনে আনতে হবে : রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও, ১৯ মার্চ, ২০২০ (বাসস): আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেছেন, দেশের রাজনীতিকে আমরা জনগণের সামনে আকর্ষণীয় করে তুলতে চাই। রাজনীতিতে সৎ, যোগ্য, মেধাবীদের টেনে আনতে চাই।
তিনি আরো বলেন, রাজনীতিতে যখন ভালো মানুষ আসবে এবং এমপি-মন্ত্রী হবে, তখন রাজনীতি জনগণের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
তিনি জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে ডা. মো. মাজেদুর ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জনি নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশি, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৮৩৫/-শআ