বাসস প্রধানমন্ত্রী-১ : লে. কর্নেল (অব.) বজলুল করিম সেলিম-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

117

বাসস প্রধানমন্ত্রী-১
শেখ হাসিনা-শোক
লে. কর্নেল (অব.) বজলুল করিম সেলিম-এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ১৯ মার্চ, ২০২০ ( বাসস) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি’র চাচা লে. কর্নেল (অব.) বজলুল করিম সেলিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে তিনি মরহুম লে. কর্নেল (অব.) বজলুল করিম সেলিমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
লে. কর্নেল (অব.) বজলুল করিম সেলিম (৫৫) বুধবার রাত ১১টা ২৫ মিনিটে ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না… রাজিউন)।
তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ বাদ আছর বারিধারা, নিউ ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে মরহুম লে. কর্নেল (অব.) বজলুল করিম সেলিম-এর নামাজে জানাজা শেষে বনানীস্থ বাংলাদেশ সেনাবাহিনী কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
বাসস/সবি/কেসি/১৮২০/কেএমকে