এন্ডারসনের শংকা

187

লন্ডন, ১৯ মার্চ ২০২০ (বাসস/এএফপি): বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক মৌসুম সম্পুর্নভাবে বাতিল হয়ে যেতে পারে বলে শংকা প্রকাশ করছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস এন্ডারসন।
টেলি কনফারেন্সের মাধ্যমে আজই প্রথম শ্রেনীর ১৮টি কাউন্টি দলের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রযেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি)। যার মাধ্যমে ২০২০ গ্রীষ্মকালীন কাঠামোর সম্ভাব্যতা যাচাই করা হবে।
১২ এপ্রিল শুরুর কথা রয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশীপের। কিন্তু ব্রিটিশ সরকার জনসমাবেশ পরিহার করার নির্দেশ দেয়ায় অন্য খেলার মত এই টুর্নামেন্ট আয়োজনও বিলম্বিত হতে পারে।
গত সপ্তাহে শ্রীলংকা সফরসুচি স্থগিত করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তাদের পরবর্তী সুচিতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ। যেটি শুরু হবার কথা ৪ জুন।
বিবিসিকে এন্ডারসন বলেন,‘ ক্রিকেট এবং ক্রীড়া সবার কাছে সব কিছু না হলেও এটি আমার কাছে জীবন জীবিকার অংশ। দুর্ভাগ্যবশত মৌসুম শুরুর সম্ভাবনা কম। কি ঘটতে যাচ্ছে তা নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। এই মৌসুমে একটিও বল মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশী।’
ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক টেস্ট উইকেট শিকারি ল্যাংকাশায়ারের এই পেসার আরো বলেন,‘ আমি কিছুটা উদ্বিগ্ন। অজানা াশংকায় আমি শংকিত।’
পাঁজরের হাড় ভেঙ্গে মাঠের বাইরে ছিটকে পড়ার আগে গত জানুয়ারিতে কেপ টাউনে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ১৫১তম টেস্টে অংশ নিয়েছিলেন তিনি। এ ইনজুরির কারণে সিরিজের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার। এমনকি শ্রীলংকা সিরিজের স্কোয়াডেও সুযোগ হয়নি তার। তবে হোম সিরিজের আগেই পরিপুর্নভাবে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন এন্ডারসন।
কোভিড-১৯ এর প্রভাব বিশ্বের ন্যায় তার নিজের ব্যক্তিগত জীবনেও ব্যঘাত ঘটছে বলে জানান এন্ডারসন। বিষয়টি অনুধাবন করে তিনি বলেন,‘ একটি তারুন্য নির্ভর পরিবারকে সুস্থ রাখারও চেস্টা করছি। নির্দেশনা মেনে আমি শান্ত থাকারও চেস্টা করছি।’
তিনি বলেন, ‘আমার স্ত্রীর মা বাবা স্পেনে বসবাস করেন। সেখানে তারা অবরুদ্ধ। যেহেতু তাদের বয়স হয়েছে তাই তাদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন। নিজের পরিবারেও উৎকন্ঠা বাড়ছে, কারণ আগামী কয়েক মাসে কি ঘটতে যাচ্ছে তা আমাদের জানা নেই।’