বাসস বিদেশ-৭ : ইন্দোনেশিয়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫, আক্রান্ত ৩০৯

118

বাসস বিদেশ-৭
ইন্দোনেশিয়া-ভাইরাস
ইন্দোনেশিয়ায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫, আক্রান্ত ৩০৯
জাকার্তা, ১৯ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি’র।
করোনাভাইরাস সংক্রান্ত সকল বিষয়ে কথা বলার দায়িত্বে নিয়োজিত সরকারি মুখপাত্র আহমেদ উরিয়ান্ত জানান, দেশব্যাপী নতুন করে আরো ৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৯ জনে দাঁড়ালো। তিনি আরো জানান, করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে।
করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে প্রচেষ্টা জোরদার করতে দেশব্যাপী গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো হাসপাতালে জরুরি ভিত্তিতে এ ভাইরাস পরীক্ষা ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
ইন্দোনেশিয়ার সরকার জাকার্তার কেন্দ্রস্থল কামায়োরেনের অ্যাপার্টমেন্ট টাওয়ারগুলো করোনাভাইরাস মোকাবেলার কাজে ব্যবহার করার পরিকল্পনা করছেন। ২০১৮ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমস-এর খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছিল এসব টাওয়ারে।
বাসস/এমএজেড/১৭১৫/জুনা