বাসস ক্রীড়া-৩ : করোনাভাইরাস শঙ্কায় ব্রাজিলে ফিরে গেলেন নেইমার ও থিয়াগো সিলভা

125

বাসস ক্রীড়া-৩
ফুটবল-নেইমার
করোনাভাইরাস শঙ্কায় ব্রাজিলে ফিরে গেলেন নেইমার ও থিয়াগো সিলভা
প্যারিস, ১৯ মার্চ ২০২০ (বাসস) : ফ্রান্সের করোনভাইরাসের সংক্রমন ক্রমেই বৃদ্ধি পাওয়ায় ব্রাজিলে ফিরে গেছেন পিএসজির দুই তারকা নেইমার ও থিয়াগো সিলভা। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফরাসি সরকার মঙ্গলবার দেশটিতে লকডাউন ঘোষনা করেছে।
পিএসজি ইতোমধ্যেই তাদের সব বিদেশী খেলোয়াড়দের দেশে ফিরে যাবার অনুমতি দিয়েছে। প্যারিসেও তারা সবাই সেল্ফ-আইসোলেশনে ছিল। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে পুরো দেশ লকডাউন করা হয়।
পিএসজির অন্যান্য খেলোয়াড় ও কোচিং স্টাফরাও নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। তবে কয়েকজন প্যারিসেই নিজেদের পরিবারের কাছে ফিরেছেন।
সূত্রটি জানিয়েছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস দেশে ফিরে না গিয়ে ফ্রান্সেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। করোনাভাইরাসের কারনে ফ্রান্সে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে গেলেও পিএসজি খেলোয়াড়দের তাদের ফিটনেস লেভেল ধরে রাখার কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আট মিনিট ওয়ার্ম-আপ, ১০ মিনিট ওয়েইট ট্রেনিং, ট্রেডমিলে ৪০ মিনিট দৌঁড়ানো ও শেষে পাঁচ মিনিট ওয়ার্ম-ডাউন।
অনুশীলন পুনরায় শুরুর ব্যপারে ক্লাব এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
বাসস/এএফপি/অনু/নীহা/১৬০৩/স্বব