বাসস দেশ-১ : শুক্রবার থেকে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা

140

বাসস দেশ-১
আবহাওয়া-পূর্বাভাস
শুক্রবার থেকে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা
ঢাকা, ১৯ মার্চ, ২০২০ (বাসস) : শনিবার থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানান, আগামী তিনদিনের শেষের দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যা¯Í সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২ মিনিটে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনি¤œ তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার চিত্রের সংÿিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দÿিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বাসস/সবি/এমএসএইচ/১২১০/-এমএবি