বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে নেদারল্যান্ডে আলোকচিত্র প্রদর্শনী

231

ঢাকা, ১৮ মার্চ ২০২০ (বাসস) : বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নেদারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ।
১৭ মার্চ মঙ্গলবার বিকেলে দি হেগ’র দূতাবাস প্রাঙ্গণে ‘দি প্রোট্রেট অব এ লিডার’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স খোন্দকার এহতেশামুল কবির।
বঙ্গবন্ধুর রাজনৈতিক,কূটনৈতিক কর্মকান্ড এবং পারিবারিক জীবনের উপর ৬৪ টি ছবি প্রদর্শন করা হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
দূতাবাস সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব ও মহান নেতাকে নেদারল্যান্ডের সর্বসাধরণের কাছে উপস্থাপন করতে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।বাঙালী জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে তাঁর কারিশম্যাটিক নেতৃত্ব এবং বিশ্বব্যাপী কূটনৈতিক দক্ষতা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠান শুরুর আগে সকালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জাতীয় পতাকা উত্তোলন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।