বাসস ক্রীড়া-১০ : আইপিএলে চুক্তির আগে খেলোয়াড়রা বোর্ডের সাথে আলোচনা করবে, আশাবাদি সিএ

211

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-অস্ট্রেলিয়া
আইপিএলে চুক্তির আগে খেলোয়াড়রা বোর্ডের সাথে আলোচনা করবে, আশাবাদি সিএ
সিডনি, ১৮ মার্চ ২০২০ (বাসস) : দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আইপিএলের ১৩তম আসরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আকর্ষনীয় চুক্তি বাতিল হতে পারে। অস্ট্রেলিয়ার গনমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। অস্ট্রেলিয়ার খেলোযাড়রা নিজেরাই বিভিন্ন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আশা করছে, ভবিষ্যতে আইপিএলে ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তির আগে খেলোয়াড়রা বোর্ডের সাথে আলোচনা করবে বলে আশাবাদি সিএ।
অস্ট্রেলিয়াার ১৭জন খেলোয়াড় আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হয়। অস্ট্রেলিয়ার রিপোর্ট বলছে, প্যাট কামিন্স-সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ-ওপেনার ডেভিড ওয়ার্নার ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলদের তাদের বড় অংকের চুক্তিগুলো ছেড়ে দিতে বলবে সিএ।
এবারের আসরের জন্য বিদেশী খেলোয়াড়দের মধ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকে বিক্রি হয়েছেন কামিন্স। ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে কামিন্সকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ২ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি হয় ম্যাক্সওয়েল।
সিএ’র প্রধান নির্বাহি কেভিন রবার্টস বলেন, খেলোয়াড়রা নিজেরাই আইপিএলে চুক্তিবদ্ধ হয় এবং তাদের পরামর্শ দেয়া হবে।
রবার্টস বলেন, ‘আমাদের তাদের পরামর্শ দিতে পারি। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নিজেরাই আইপিএলে চুক্তিবদ্ধ হয়। তবে খুব শীঘ্রই তারা আমাদের প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং প্রধান হিসেবে আমাদের সাথে আলোচনা করবে। তাদের এ বিষয়ে পরামর্শ দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে, তারপরও বিসিসিআইর ভূমিকা থাকবে এবং আমাদের খেলোয়াড়, বিসিসিআই একত্রে মিলে অনিশ্চিত পরিস্থিতিতে সম্ভাব্য সিদ্বান্তে পৌছাবে।’
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম বলছে, আইপিএল ও যুক্তরাজ্যে হান্ড্রেড ক্রিকেটে অংশ নিতে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের অনুমতি দিবে কি-না তা পর্যালোচনা করবে সিএ।
বাসস/এএমটি/১৯৫০/স্বব