বাসস দেশ-৩১ : মানবজমিন সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন

125

বাসস দেশ-৩১
মতিউর-জামিন
মানবজমিন সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন
ঢাকা, ১৮ মার্চ ২০২০ (বাসস) : একটি সংবাদ প্রকাশের ঘটনায় আনা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ তাকে জামিন দিয়ে আদেশ দেন।
এই সময়ের মধ্যে মতিউর রহমান চৌধুরীকে নিন্ম আদালতে আত্মসমর্পণ করতে হবে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
গত ১০ মার্চ শেরে বাংলা নগর থানায় এ মামলাটি করা হয়েছে।
রাজধানীর শেরে বাংলা নগর থানা পুলিশ জানায়, একটি প্রতিবেদনে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করায় দৈনিক পত্রিকা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ কয়কজনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
আসামিদের মধ্যে বেশ কয়েকজন ফেসবুকার ও ইউটিউবারও রয়েছেন।
বাসস/এএসজি/ডিএ/১৯৩৪/কেকে