বাসস দেশ-২৫ : বাঙালী জাতির জন্য ধ্রুবতাঁরা বঙ্গবন্ধু : শ্রম প্রতিমন্ত্রী

106

বাসস দেশ-২৫
মন্নুজান-উদ্বোধন
বাঙালী জাতির জন্য ধ্রুবতাঁরা বঙ্গবন্ধু : শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ১৮ মার্চ, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির জন্য একটি ধ্রুবতাঁরা। তাঁর দেশপ্রেমের চেতনা বেঁচে থাকবে অনন্তকাল।
রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবনে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ ১০০’ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আগামী প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে।
মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোল¬া জালাল উদ্দিন,ড.রেজাউল হক,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়,শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৯০৫/কেজিএ