বাসস ক্রীড়া-৫ : ইউরো ২০২০ স্থগিত হওয়ায় প্রীতি ম্যাচ বাতিল করেছে ইংল্যান্ড

106

বাসস ক্রীড়া-৫
ফুটবল-ইউরো-ইংল্যান্ড
ইউরো ২০২০ স্থগিত হওয়ায় প্রীতি ম্যাচ বাতিল করেছে ইংল্যান্ড
লন্ডন, ১৮ মার্চ ২০২০ (বাসস/এএফপি) : করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এক বছরের জন্য স্থগিত হয়ে গেছে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্ট। ফলে আগামী জুনে অস্ট্রিয়া ও রোমানিয়ার বিপক্ষে পুর্ব নির্ধারিত দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে ইংল্যান্ড।
২ জুন ভিয়েনায় অস্ট্রিয়ার মোকাবেলা করার কথা ছিল গ্যারেথ সাউথগেটের শিষ্যদের। ৭জুন ভিলা পার্কে লড়ার কথা ছিল রোমানিয়ার বিপক্ষে।
কিন্তু ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ২০২১ সাল পর্যন্ত স্থগিত করেছে ইউরো ২০২০। যে কারণে প্রস্তুতিমুলক ম্যাচ দুটিও বাতিল করেছে ইংল্যান্ড।
ইতোমধ্যে ইংল্যান্ড বাতিল করেছে ইতালী ও ডেনমার্কের বিপক্ষে মার্চের দুটি প্রীতি ম্যাচও।
বাসস/এএফপি/অনু/এমএইচসি/১৮০০/স্বব