বাসস বিদেশ-৩ : ক্যালিফোর্নিয়ার ৬০ লাখ শিক্ষার্থীর চলতি শিক্ষা বর্ষে স্কুলে ফেরার সম্ভাবনা নেই

113

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-ভাইরাস-শিক্ষা প্রতিষ্ঠান
ক্যালিফোর্নিয়ার ৬০ লাখ শিক্ষার্থীর চলতি শিক্ষা বর্ষে স্কুলে ফেরার সম্ভাবনা নেই
লস অ্যাঞ্জেলেস, ১৮ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ৬০ লাখের বেশি শিক্ষার্থীর এই শিক্ষা বর্ষে স্কুলে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই।
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মঙ্গলবার গভর্ণর গভিন নিউসম একথা জানিয়ে আরো দীর্ঘায়িত অবরুদ্ধ অবস্থার জন্যে প্রস্তুত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। খবর এএফপি’র।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পশ্চিম উপকূলীয় এ রাজ্যের বর্তমানে ৯৮.৮ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের বাকি প্রতিষ্ঠানগুলোও শিগগিরই বন্ধ করে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
এ পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে উল্লেখ করে নিউসম বলেন, ‘গ্রীস্মকালীন ছুটির আগে স্কুলগুলো যাতে আর খুলে দিতে না হয় আমি এমন পদক্ষেপ নেবো।’
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় ৪৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ১২ জনের মৃত্যু হয়েছে।
বাসস/এমএজেড /১৫৫০/-জুনা