নড়াইলে বঙ্গবন্ধু ও তারুণ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

202

নড়াইল, ১৮ মার্চ, ২০২০ (বাসস): জেলায় বঙ্গবন্ধু ও তারুণ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টায় নড়াইল জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস।
বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নিজেদের সৎ রেখে কিভাবে তরুণরা দেশ সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে পারেন, রাষ্ট্রের আইন-শৃংখলা মেনে সততা ও দেশপ্রেম নিয়ে রাজনীতি করতে পারেন এসব বিষয়ে আলোচনা করেন।