মুজিববর্ষে জাজিরায় বীজ সার ও নগদ অর্থ বিতরণ

337

শরীয়তপুর, ১৮ মার্চ, ২০২০ (বাসস) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাজিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি পুনর্বাসন কর্মসূচী ২০১৯-২০ অর্থবছরের আওতায় ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করেছে।
বুধবার সকাল ১০ টায় জাজিরা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মো: ইউনুছ বেপারী, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জিএম নরুল হক, জাজিরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১২০ জন ভুূট্টা চাষীকে ২ কেজি করে বীজ, ৯৫ জন সবজি চাষীকে ৫১০ গ্রাম করে বীজ ও ৫৫ জন মুগ চাষীকে ৫ কেজি করে বীজ এবং প্রত্যেক কৃষককে ২০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার ও নগদ ৫০০ করে টাকা বিতরণ করা হয়েছে।