দু:খী মানুষের মুখে হাসি ফোটানোই আজকের অঙ্গীকার : শেখ রেহানা

242

ঢাকা, ১৭ মার্চ ২০২০ (বাসস) : বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দেশের সকল দু:খী মানুষের মুখে হাসি ফোটাতে দেশবাসীকে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ। এই দিনে আমরা সকলে মিলে অঙ্গীকার করি- আমাদের যা কিছু আছে, তাই দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব।’
শেখ রেহানা আজ রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে নিজস্ব অনুভূতি ব্যক্তকালে একথা বলেন।
বাবা ‘আজ জীবিত না থাকলেও বাংলার কোটি মানুষের হদয়জুড়েই তিনি রয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘সুন্দর, সমৃদ্ধ এবং দারিদ্র্য, দুর্নীতি ও নিরক্ষরতামুক্ত দেশ গড়ব। সোনার বাংলাকে ভালবাসব। পরশ্রীকাতরতা থেকে নিজেদের মুক্ত রাখব।’
জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা’র অনুকরণে শেখ রেহানা বলেন, ‘ঘরে ঘরে মুজিবের আদর্শের দুর্গ তৈরি করে তার আলো ছড়িয়ে দিব। কেউ দাবায়ে রাখতে পারবে না।’
তিনি জানান, বাবা বলতেন, ত্যাগ-তিতিক্ষা ছাড়া কোন জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। একটা মানুষ দেশের জন্য, মানুষের জন্য কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন, তা আমরা খুঁজে পাই তাঁরই লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে।
শেখ রেহানা বলেন, জাতির পিতা কোন অন্যায়ের কাছে মাথা নত ও আপোষ করেননি এবং লোভ-লালসা ভোগ-বিলাস থেকে নিজেকে সবসময় দূরে রেখেছেন। কারণ মানব কল্যাণই ছিল তাঁর ধ্যান-ধারণায় এবং বিশ্বাসে-নিঃশ্বাসে।
তিনি বলেন, ‘এমন মানুষ পৃথিবীতে খুব কমই আসেন। আসলেও তাঁরা ক্ষণস্থায়ী হন।’
তাঁর মাতা এবং জাতির পিতার ছায়াসঙ্গী বঙ্গমাতা বেগম মুজিব এবং দাদা-দাদিকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন শেখ রেহানা।
তিনি বলেন, ‘এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মুজিবের রতœগর্ভা মা শেখ সায়রা খাতুন এবং বাবা শেখ লুৎফর রহমানকে। আরও স্মরণ করি চিরদিনের সুখে-দুঃখে মরণের সাথী তাঁর প্রিয় রেণু-কে।’
তিনি জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে নিজের বাবা ও বাঙালি জাতি রাষ্ট্রের স্থপতির জন্য দোয়া চান।
তিনি বলেন, ‘আজকের এই দিনে আমরা তাঁর (বঙ্গবন্ধু) আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সবাই মিলে হাত তুলে দো’য়া করি সর্বশক্তিমান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।’