বাসস দেশ-২৯ : সিরাজগঞ্জে নির্মাণাধীন গেট ধসে ৪ জনের প্রাণহানি

364

বাসস দেশ-২৯
দুর্ঘটনা-নিহত
সিরাজগঞ্জে নির্মাণাধীন গেট ধসে ৪ জনের প্রাণহানি
সিরাজগঞ্জ, ১৭ মার্চ, ২০২০ (বাসস): জেলার তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাধীন গেট ধসে পড়ে এক শিশুসহ ৪জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ৫ জন।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নিহতরা হলো-উপজেলার তালম ইউপির গাবরগাড়ী গ্রামের মৃত জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বারুহাস ইউপির সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (৩০), বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১২) ও শাহজাদপুর উপজেলা বাসিন্দা গরু ব্যবসায়ী খাদেম আলী (৫০)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রতি মঙ্গলবার গুলটা কলেজ চত্ত্বরে হাট বসে। হাটের দিন হওয়ায় গেটের সামনে লোকজন জড়ো ছিল। বিকেল চারটার দিকে হঠাৎ নির্মাণাধীন গেট ধসে লোকজনের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৪জন মারা যায়। আহত হয় অন্তত ৫জন।
এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২১৪৮/শআ