করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ

325

লন্ডন, ১৭ মার্চ ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট ইউরো ২০২০। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আজ এই সিদ্ধান্ত জানিয়েছে।
এ বছরের ১২ জুন থেকে ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো ২০২০। । কিন্তু পুরো বিশ্ব তথা ইউরোপ জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আসন্ন আসরটি স্থগিত করতে বাধ্য হলো উয়েফা। নতুন সুচি অনুযায়ী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই।
করোনাভাইরাসের কারনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে বসেছিল উয়েফার ৫৫টি দেশের ফুটবল ফেডারেশন, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ও ইউরোপিয়ান লিগগুলো। সেখানেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।