বাসস ক্রীড়া-৬ : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করলো আবাহনী ক্রিকেট দল

116

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-আবাহনী
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করলো আবাহনী ক্রিকেট দল
ঢাকা, ১৭ মার্চ ২০২০ (বাসস) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ শততম জন্মবার্ষিকী। মহানায়কের শততম জন্মবার্ষিকী মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদযাপন করলো ক্লাব ক্রিকেটের জনপ্রিয় দল আবাহনী লিমিটেড।
কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন করেন বর্তমান আবাহনী দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ খালেদ মাহমুদ সুজনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
করোনাভাইরাস সংক্রমনের আশংকায় আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্রিকেট, ফুটবলসহ দেশের সব ধরণের খেলাধুলা বন্ধ রাখার ঘোষনা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফলে আগামীকাল থেকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ড স্থগিত হয়ে যায়। তারপরও অনুশীলনের জন্য মিরপুরে অবস্থান করছিলো আবাহনী ক্রিকেট দল।
কিন্তু অনুশীলনের চেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির জন্মবার্ষিকী উদযাপনে মনোযোগি ছিলেন খেলোয়াড়রা।
আবাহনীর অধিনায়ক মুশফিক বলেন, ‘তিনি যদি জন্ম না নিতেন, তবে আমরা সম্ভবত একটি স্বাধীন দেশ পেতাম না। আমরা সম্ভবত ক্রিকেটও খেলতে পারতাম না।’
তিনি আরও বলেন, ‘দল মত নির্বিশেষে আমাদের দায়িত্ব এই জাতির জনক ও মহান এই ব্যক্তির শততম জন্মবার্ষিকী উদযাপন করা।’
গত ১৫ মার্চ থেকে শুরু হয়েছে ডিপিএল। নিজেদের উদ্বোধনী ম্যাচে পারটেক্স স্পোটিং ক্লাবকে ৮১ রানে হারিয়েছে আবাহনী।
বাসস/এএমটি/১৮১৫/স্বব